শিক্ষার্থী, অভিভাবক ও বিভিন্ন কলেজের অধ্যক্ষগণের আবেদনের প্রেক্ষিতে ২০২০-২০২৪ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে online এর মাধ্যমে ভর্তির লক্ষ্যে পুনরায় (সর্বশেষ) ৪র্থ ধাপে আবেদন গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষার্থী ও অভিভাবকসহ সকলকে নিম্নোক্ত সময়সূচি অনুসরণ করার জন্য অনুরোধ করা হলো। আবেদন পদ্ধতি শিক্ষা বোর্ডসমূহের নির্ধারিত ভর্তি ওয়েবসাইট (http://www.xiclassadmission.
২০২৩ ২০২৪ শিক্ষাবর্ষে (সর্বশেষ) ৪র্থ ধাপে online এর মাধ্যমে যে সকল শিক্ষর্থী আবেদন করতে পারবে।
১। যে সকল শিক্ষার্থী পূর্বে আবেদন করেনি বা আবেদন করে মাদ্রাসায় সিলেকশন পায়নি;
২। যে সকল শিক্ষার্থী চূড়ান্ত মনোনয়ন পেয়েছে কিন্তু কোন কারণে কলেজে ০৫/১০/২০২৩ তারিখের মধ্যে ভর্তি হতে পারেনি কিংবা নিশ্চায়ন করতে পারেনি।
2023 2024 শিক্ষাবর্ষে (সর্বশেষ) ৪র্থ ধাপে online এর মাধ্যমে ভর্তির জন্য নিম্নোক্ত সময় সূচি অনুসরণ করতে হবে:
৪র্থ (সর্বশেষ) পর্যায়ের আবেদন গ্রহণ ০৮/১০/২০২৩ (রবিবার) থেকে ০৯/১০/২০২৩ (সোমবার রাত ১১:০০ টা পর্যন্ত)
৪র্থ (সর্বশেষ) পর্যায়ের আবেদনের যাচাই বাছাই ১০/১০/২০১৩ (মঙ্গলবার)
৪র্থ (সর্বশেষ) পর্যায়ের আবেদনের ফল প্রকাশ ১১/১০/২০১৩ (রাত ৮:০০ টা
8র্থ (সর্বশেষ) পর্যায়ের শিক্ষার্থীর Selection নিশ্চায়ন ১২/১০/২০১৩ (বৃহৎবার) থেকে ১৩/১০/২০১৩ (শুক্রবার রাত ৮:০০ পর্যন্ত).
মাদ্রাসায় ভর্তি ১৫/১০/২০১৩ (রবিবার)
বিঃদ্রঃ উল্লেখ্য, ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা-২০২৩ অনুসরণপূর্বক অনলাইন ব্যতীত ম্যানুয়ালী কোন ভর্তি করা হবে না। এ বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান, অভিভাবক ও শিক্ষার্থীদের পুনরায় অবস্থিত করা যাচ্ছে।